Our project is very closely situated and easily connected to the following list of key locations in the Purbachal area. Bellow some important premises for our project
View all Awardsপুর্বাচল নিউ টাউন! দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও পরিকল্পিত মেগাসিটি গড়ে উঠছে এখানেই।
অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব, দূষণ চক্র, তীব্র আবাসন সংকট ও অফিস-আদালতের দমবন্ধ ভিড়ে ঢাকা শহর বসবাসের প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছে। ক্রমবর্ধমান সমস্যার সমাধানে রাজধানী শহর সম্প্রসারণকল্পে ১৯৯৫ সালে “রাজউক” পূর্বাচল নিউ সিটি প্রকল্প গ্রহণ করে; প্রকল্পটি বাংলাদেশ সরকার গৃহীত মেগা প্রকল্পগুলোর অন্যতম।
পূর্বাচল প্রকল্পের জমির দাম ইতোমধ্যে সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। “ Redeem Purbachal City” বাংলাদেশে আবাসন খাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান; তুলনা মূলক বিচারে এ আবাসিক প্রকল্পে জমির দাম এখনো মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে। ড্যাপ এরিয়ার মধ্যে কম দামে জমি ক্রয়ের জন্য RPCL হতে পারে আপনার প্রথম পছন্দ।
RPCL ভিজিট করুনবালু ও শীতলক্ষা নদীর কোল ঘেষা পূর্বাচল নিউ সিটি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ ও গাজিপুরের কালিগঞ্জ থানার ৬১৫০ একর জায়গা নিয়ে গড়ে উঠছে। জিরো পয়েন্ট থেকে প্রকল্পটির দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার।
পূর্বাচল শহর প্রকল্পটিকে ভবিষ্যতমুখী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় মোট ত্রিশটি সেক্টরে ভাগ করা হয়েছে। আর এর আওতায় থাকবে ২৬ হাজার আবাসিক ভবনজুড়ে প্রায় ৬২ হাজার এপার্টমেন্ট। তম্মধ্যে সেক্টর ১-৫ এবং সেক্টর ১৪ ও ১৭ এর নির্মাণকাজ প্রায় শেষই বলা চলে। আর বাকি সেক্টরগুলোর কাজও চলছে অত্যন্ত দ্রুতবেগে।
রাজউকের পূর্বাচল প্রকল্পটি সাজানো হয়েছে উচ্চ অর্থনৈতিক সমৃদ্ধি ও নতুন সম্ভাবনাকে মাথায় রেখে। সেইসাথে উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। এখানকার নগর পরিকল্পনা সহজেই সকলকে অভিভূত করে।
আধুনিক নগরব্যবস্থাপনাকে সামনে রেখে এই মেগাসিটির প্রায় ৩৮.৭৪ শতাংশ আবাসিক ও প্রায় ২৫.৯ শতাংশ রাস্তার জন্য নির্দিষ্ট করে রাখা। আর বাকি অংশগুলো ব্যবহৃত হবে প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প পার্ক, সবুজ ও উন্মুক্ত উদ্যান, লেক, খাল ইত্যাদি গড়ে তোলার কাজে; এছাড়া সুবিশাল অঞ্চলজুড়ে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কাঠামোর নির্মাণ চলমান রয়েছে।
স্বাচ্ছন্দে জীবন যাপনের সকল উপকরণ নিয়েই গড়ে উঠছে পূর্বাচল মেগাসিটি, যেমন-
পূর্বাচল নিউ টাউন ও এ প্রকল্প ঘিরে আন্তর্জাতিক মানের বহুমূখী টেকসই প্রকল্প গড়ে উঠছে যা রাজধানী ঢাকাকে নতুন উচ্চতায় আসীন করবে। উল্লেখযোগ্য কিছু প্রকল্প হলো-
পূর্বাচল নিউ সিটিতে গড়ে উঠছে নতুন ঢাকা; ইতোমধ্যে এ প্রকল্প ও প্রকল্পের আসেপাশে অঞ্চলের জমির দাম বহুগুণ বেড়ে গিয়েছে। মধ্যবিত্তের আবাসান সমস্যার সমাধানে প্রকল্পটি হাতে নেয়া হলেও এটি এখন উচ্চ বিত্তের দখলে চলে যাচ্ছে। এই প্রকল্পের জমিতে বিনিয়োগ হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ, যা গড়ে দিতে পারে নিরাপদ ভবিষ্যত।
Redeem Purbachal City রাজউক অনুমোদিত আবাসন প্রকল্প। ঢাকার অদূরে, পূর্বাচল মূল প্রকল্প সংলগ্ন এ প্রজেক্টে ১৭০০ এর অধিক আবাসিক ও বাণিজ্যিক প্লট রয়েছে। বছর ঘুরতেই শতগুণ দাম বৃদ্ধি পাওয়া এ প্রকল্পে এখনো সাধ্যের মধ্যে তুলনামূকল কম দামে জমি ক্রয়ের সুযোগ রয়েছে। গ্রাহক সেবায় RPCL থেকে আপনি নিন্মোক্ত সেবা পাবেন-
পূর্বাচল নিউ টাউন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে; এখানকার একটি প্লট জনসাধারনের পরম আকাংখিত বস্তুতে পরিণত হয়েছে। সাধ্য ও সামর্থ্য নিয়ে চিন্তিত? Redeem Purbachal City আপনার স্বপ্ন পূরণে হাত প্রসারিত করে আছে; এ প্রকল্পেই আপনি পাবেন কম মূল্যে আপনার কাংখিত প্লট। তাই পূর্বাচলে জমি কেনার সিদ্ধান্ত নেয়ার পূর্বে RPCL প্রকল্প ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।